প্রকাশিত: Tue, Jan 9, 2024 9:52 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

৭ জানুয়ারি প্রায় সবাইকে খুশি করেছে

আনিসুল হক, ফেসবুক: বিএনপি খুশি, বেশির ভাগ ভোটার ভোটকেন্দ্রে যাননি। ঢাকায় এমন আসন আছে, অফিসিয়ালি ভোটার উপস্থিতি ১৩%। ভোটার উপস্থিতি ৪০/৪২ ভাগ হলেও ৫৮/৬০ ভাগ মানুষ ভোট দিতে যায়নি। 

মঈন খান খুশি জনগণ ভোট বর্জন করেছে।

ওবায়দুল কাদের খুশি, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

স্বতন্ত্ররা খুশি, তারা বিপুলসংখ্যায় জয়লাভ করেছেন। 

নির্বাচন কমিশন খুশি, ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

বিদেশি পর্যবেক্ষকেরা খুশি, আপ্যায়ন ভালো, ব্যবস্থা সুন্দর, পরিবেশ শান্তিপূর্ণ।

জনগণ খুশি, ৩ জন মন্ত্রী, বেশ কজন এমপি হেরে গেছেন।

আওয়ামী লীগ খুশি, নামে বেনামে সবাই আওয়ামী লীগ, এমন সংসদ তারা প্রতিষ্ঠা করতে পেরেছে। 

শুধু জাতীয় পার্টির মন খারাপ। আসন কমেছে। শুধু ১৪ দলের মন খারাপ, বাদশা-ইনু হেরে গেছেন।

এক নির্বাচনে সবাইকে খুশি করার ঘটনা এর আগে আর কখনো ঘটেনি, এরপরেও ঘটবে না।